রাজশাহী সংবাদদাতা :
রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,
শিগগিরই সবার সাথে সরাসরি দেখা হবে। সামনের দিনগুলোতে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১০ আগষ্ট রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।
প্রায় দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল হলো রোববার। লন্ডন থেকে বিকেলে এতে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান।
সকাল থেকে নগরীর শাহমখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলনস্থলে জড়ো হন নেতা-কর্মীরা। এতে ৭ শতাধিক কাউন্সিলরসহ দলটির নেতা–কর্মীরা অংশ নেন। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।

















