⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমল

HTML tutorial

ছয় মাসের ব্যবধানে আবারও কমল সঞ্চয়পত্রের মুনাফার হার। আজ বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হয়েছে। এর আগে, আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-ইআরডি।

নতুন হার অনুযায়ী, সর্বোচ্চ মুনাফার হার ১০ দশমিক পাঁচ ৯ শতাংশ এবং সর্বনিম্ন মুনাফার হার ৮ দশমিক সাত চার শতাংশ।

এর আগে জুলাই মাসেও মুনাফার হার কমানো হয়েছিল। এবার সীমা নির্ধারণ করা হয় ৭ লাখ ৫০ হাজার টাকা থেকে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে আগে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ। এখন তা কমে হয়েছে ১০ দশমিক পাঁচ ৯ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। এখন থেকে তা হবে ১০ দশমিক চার এক শতাংশ।

আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিতভাবে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করে থাকে। প্রতি ছয় মাস পরপর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করা হয়।

HTML tutorial

Leave a Reply