⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

গারো পাহাড়ে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা

HTML tutorial

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে শেরপুরের গারো পাহাড়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের দাওধারা গারো পাহাড়ে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এতে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক ও গণমাধ্যমকর্মী এম. সুরুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শেরপুর জেলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মধু ভাই, আনোয়ার হোসেন মানিক, সুরুজ মিঞা, মোরছালিন, আবু সাইদ, সাখাওয়াত হোসেন ও হাসান মিয়া প্রমুখ।

এতে বক্তারা বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শুধু বিনোদনের জন্য নয়। এই প্লাটফর্ম থেকে শিক্ষা ও বিনোদনুলক কনটেন্ট তৈরি করে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তাই ফেসবুকের কমিউনিটি গাইড লাইন মেনে প্রোফাইল বা আইডি পরিচালনা করতে হবে।

এছাড়া দেশ ও জাতি গঠনে যে ধরনের কনটেন্ট এ শিক্ষা ও সামাজিক সচেতনতামুলক বিষয় রয়েছে সে ধরনের কনটেন্ট নির্মাণ করার পরামর্শও দেন তারা। এই মিলন মেলায় ৭৫ জন উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহন করেন।

HTML tutorial

Leave a Reply